মোংলায় জন-অংশগ্রহণমূলক কর্মশালা

মোংলা প্রতিনিধি

আপডেট : ০৫:৪২ পিএম, বুধবার, ৭ আগস্ট ২০১৯ | ৪৭৪

শহরের উন্নয়ন ও অভিবাসন বৃদ্ধিতে স্থানীয় সরকারের পরিকল্পনা সমুহের সমর্থনে গৃহায়ন, শিক্ষা এবং স্বাস্থ্য সেবার জন-অংশগ্রহণমূলক কর্ম পরিকল্পনা প্রণয়ন শীর্ষক দুইদিন ব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠান ৮ আগস্ট বুধবার বিকেলে মোংলার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। প্রকাশ এবং ব্রিটিশ কাউন্সিলের আর্থিক সহায়তায় কর্মশালার আয়োজনে ছিলো ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, আইক্যাড ও ইউকেএইড।

বুধবার বিকেল ৩টায় কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র মোঃ জুলফিকার আলী। কর্মশালার মূখ্য সঞ্চালক ছিলেন আইক্যাড’র আরবান কাইমেট চেঞ্জ প্রকল্পের সমন্বয়কারী সরদার শফিকুল আলম।

কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন্নাহার হাই, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোঃ নূর আলম শেখ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এ আনোয়ার উল কুদ্দুস, উপজেলা শিক্ষা অফিসার সুমন্ত কুমার পোদ্দার, অধ্যক্ষ আবু সাইদ খান, সিনিয়র সাংবাদিক আহসান হাবীব, প্যানেল মেয়র মোঃ আলাউদ্দিন, কাউন্সিলর আব্দুর রাজ্জাক, খোরশেদ আলম, জাহানারা চানু, আয়েশা খানম, কবি আফরোজা হীরা প্রমূখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত