মোরেলগঞ্জকে ইকনোমিক জোন তৈরীর উদ্দ্যোগ

মোরেলগঞ্জ সংবাদদাতা

আপডেট : ০৬:৫৫ পিএম, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭ | ১৫১৪

মোরেলগঞ্জ উপজেলাকে ইকনোমিক জোন হিসেবে তৈরীর সম্ভাবতা যাচাইয়ের জন্য মঙ্গলবার সকালে চায়না প্রতিনিধি দল পরিদর্শনে আসেন। ফোসান গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ জিয়াউদ্দিন জামাল শাহিনের নেতৃত্বে এ প্রতিনিধি দল ইকনোমিক জোনের সম্ভাব্যতা যাচাইয়ে করতে মোরেলগঞ্জে আসেন ।

প্রতিনিধি দল সকালে হেরিকপ্টার যোগে উপজেলার সন্ন্যাসী এআর খান ডিগ্রী কলেজ মাঠে অবতরণ করেন । এরপরে এ উপলক্ষে সন্ন্যাসী বাজার পানগুছি কনভেনশন সেন্টারে দুই দফায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফোসান গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ জিয়াউদ্দিন জামাল শাহিন। চায়না প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন, চায়নার গ্রেটনেস ট্রেড ফোসের বিনিয়োগকারী মি. ষ্টিভ, মি. লি ও মিস জ্যাং। প্রথম দফা আলোচনা সভায় চায়না প্রতিনিধি দলের সাথে মতবিনিময়। দ্বিতীয় দফায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা অফিসার ইন চার্জ মো. রাশেদুল আলম, উপজেলা যুবলীগের আহবায়ক মোজাম্মেল হক মোজাম, পৌর যুবলীগের আহবায়ক আসাদুজ্জামান মিলন।

সভায় প্রধান অতিথি জিয়াউদ্দিন জামাল শাহিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী দেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সারা দেশে একশ’ অর্থনৈতিক জোন তৈরী করতে হবে। এরই অংশ হিসেবে মোরেলগঞ্জকে অর্থনৈতিক জোন তৈরী করার উদ্দ্যোগ নেয়া হয়েছে। আর এ জোন তৈরী হলে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে। এছাড়াও এ অঞ্চলে গড়ে তোলা হবে একটি সাফারী পার্ক।

এর আগে স্থানীয় এআর খান ডিগ্রী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত অপর এক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এআর খান ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা সাবেক অতিরিক্ত আইজিপি ড. আব্দুর রহিম খান, কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হাই খান, কলেজের অধ্যক্ষ আবুল আহাদ টিপু, উপাধ্যক্ষ আবদুর রাজ্জাক প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত