বাগেরহাটে বিএনপি’র প্রতিষ্ঠা বাষির্কী পালিত

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৪:৩৪ পিএম, রোববার, ১ সেপ্টেম্বর ২০১৯ | ৬৭২

বাগেরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪১তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়েছে। রবিবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, রক্তদান কর্মসূচী, দোয়া মহফিল ও বিএনপি অফিসে আলোচনা সভার মধ্যদিয়ে বাগেরহাটে বিএনপির প্রতিষ্ঠা বাষির্কী পালন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা বিএনপি’র সভাপতি এম এ সালাম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সিনিয়র সহ-সভাপতি এ্যাড ওয়াহিদুজ্জামান দিপু, সহ-সভাপতি এসকেন্দার হোসেন, এ্যাড, আব্দুল হাই, জেলা বিএনপি’র সাধারন সম্পাদক আলী রেজা বাবু, সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর রহমান আলম, হাদি উজ্জামান হিরো, যুগ্ম সাধারণ সম্পাদক খাঁন মতিয়ার হোসেন, মোংলা পোর্ট পৌরসভার মেয়র ও বিএনপি নেতা জুলফিকার আলী, রামপাল সভাপতি হাফিজুর রহমান তুহিন, কচুয়া থানা সভাপতি হাজরা আসাদুল ইসলাম পান্না, ফকিরহাট সভাপতি শরিফুল কালাম কারিম, শরণখোলা সাধারণ সম্পাদক ইসহাক আলী মোল্লা, চিতলমারী স্ধাারন সম্পাদক আহসান হাবিব ঠান্ডা, পৌর সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওবাইদুল ইসলাম জুয়েল, কৃষকদলের সভাপতি আসাফুদ্দৌলা জুয়েল, মহিলা দলের সাধারণ সম্পাদক শহিদা আক্তার, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি খাঁন আওসাবুর রহমান বাবু, তাঁতী দলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম, ছাত্রদলের সভাপতি ইমরান খাঁন সবুজ, সাধারণ সম্পাদক আলী দীপ, সহ দলটির জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা, কারারুদ্ধ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন বেগবান করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত