জনসচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা

রামপালে১০ ইউনিয়নে গ্রাম আদালতের র‌্যালি

রামপাল সংবাদদাতা

আপডেট : ০১:১৪ এএম, শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭ | ৫৪০

রামপাল উপজেলার ১০ ইউনিয়নে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জন সচেতনতা বৃদ্ধিমূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে এ লক্ষে উপজেলার রাজনগর ইউনিয়ন পরিষদ চত্তর থেকে একটি র‌্যালীটি বের হয়। র‌্যালিটি স্থানীয় বাজার প্রদক্ষিন করে ইউনিয়ন পরিষদ চত্তরে এসে শেষ হয়।

পরে রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার আব্দুল হান্নান ডাবলুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি পাল। এসময় অন্যানের মধ্যে বক্তব্য দেন জেলা ফ্যাসিলিটর মহিতোষ কুমার রায়, ইউনিয়ন আওয়ামীলীগের সহসভপতি আকরাম হোসেন, অধ্যাপক মাখন লাল সরদার, রণজিত কুমার ঘোষ প্রমুখ।

স্থানীয় সরকার বিভাগ, ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপির অর্থায়নে বসরকারী উন্নয়ন সংস্থা ওয়েব ফাউন্ডেশনের সহযোগিতায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতার বৃদ্ধির লক্ষে এই প্রকল্প বাস্তবায়ন করছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত