মোল্লাহাটে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সমন্বয় সভা

মোল্লাহাট প্রতিনিধি

আপডেট : ০৫:১৯ পিএম, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৯ | ৭৬০

মোল্লাহাটে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে পুরুষ ও যুবদের সম্পৃক্ত করণে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আয়োজনে বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফ্ফারা তাসনীন’র সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মামুন হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, থানা ওসি তদন্ত জগন্নাথ চন্দ্র ও যুবউন্নয়ন কর্মকর্তা এস,এম, মিজানুর রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ কামরুন্নেছা, প্রেসকাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, প্রধান শিক্ষক এম,এম সোহেল রানা, আব্দুল্লাহীল কাফী, এনজিও কর্মকর্তা সানজিনা আহম্মেদ, মিতালী মন্ডল, ইদ্রিস আলী ও শিশু কিশোর কিশোরী কার্যালয়ের পরিচালক সজিব সরকার, প্রমূখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যদেন ব্র্যাকের সিনিয়র জেলা ব্যাবস্থাপক পলাশ হালদার ও মূলপ্রবন্ধ উপস্থাপন করেন আঞ্চলিক ব্যাবস্থাপক মোঃ আকছেদ আলী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত