চিতলমারীতে কে এই নারী !

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ০৪:৪৯ পিএম, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০১৯ | ৭৯০

চিতলমারী উপজেলা সদর বাজারের পথে পথে ঘুরে বেড়ান। সব সময় মুখে ধর্মীয় ভক্তিমূলক গান। চলনে-বলনে, আচার-ব্যবহারে সম্ভ্রান্ত পরিবারের ছাঁপ। দেখে মানসিক রোগী মনে হলেও কখনও বকাবকি বা গালাগালি করেন না। প্রায় ৩-৪ মাস আগে এ বাজারে আসেন। তাই সকলের মুখে এখন একটাই প্রশ্ন, কে এই নারী ? শুক্রবার দুপুরে সবুজ সংঘ কাবের সামনে বসে এমনটাই জানালেন হারমনিয়ামের কারিগর (মিস্ত্রী) কৃষ্ণকান্ত হালদার ভোলা।

কৃষ্ণকান্ত ভোলা আরও জানান, মহিলাটি সব সময় পরিপাটি হয়ে থাকেন। চট্রগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলেন। মাঝে মধ্যে তার কাছে এসে খাবার চান। তখন তিনি পাশ্ববর্তী হোটেল থেকে ভাত এনে দেন। বড় ভদ্রতার সাথে খেয়ে চলে যান। কৃষ্ণকান্ত (ভোলা) পথহারা ওই নারীর নিকটাত্মীয়দের ০১৯৪৩-৭৪৪৫৮৩ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত