ছয় মাসে গ্রাম আদালতের

বাগেরহাটে ৩১৫ মামলা নিস্পত্তি

স্টাফ রিপোর্টার

আপডেট : ০২:৫৯ পিএম, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭ | ৬৪৭

বাগেরহাটে ‘গ্রাম আদালত’ প্রকল্পের চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং করণীয় শীর্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ পঙ্কজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন-উল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুল হাফিজ, ইউএনডিপির ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর মহিতোষ কুমার রায়, ওয়েভ ফাউন্ডেশন জেলা সমন্বয়কারী মো: জহির উদ্দিন, বেতাগা ইউপি চেয়ারম্যান স্বপন দাস, কলাতলা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান।

সভায় জেলার ৬টি উপজেলার ৪২ জন ইউপি চেয়ারম্যান, ৬ জন উপজেলা চেয়ারম্যান, সরকারী কর্মকর্তা, সাংবাদিকসহ মোট ৭৫ জন অংশ নেন।

আয়োজকরা জানান, বাগেরহাট জেলায় ৬টি উপজেলায় গ্রাম আদালতের মাধ্যমে গত ছয় মাসে ৫শ ৩২টি মামলার মধ্যে ৩শ ১৫টি মামলা নিস্পত্তি হয়েছে। এছাড়া ১শ ১টি মামলা খারিজ হয়েছে।

এসব মামলার মধ্যে জমি-জমা সংক্রান্ত, আর্থিক লেনদেনের বিষয়টি ছিল উল্লেখযোগ্য। তবে এ গ্রাম আদালতের মামলা নিস্পত্তি হওয়ায় বাদী এবং বিবাদী সকলে সন্তষ্ট।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত