ফকিরহাটে মাদক বিরোধী গণ সচেতনতামূলক মতবিনিময়

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৯:৩৪ পিএম, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯ | ৩৭৯

ফকিরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে জঙ্গীবাদ, সন্ত্রাস, নাশকতা, দুর্নীতি, বাল্যবিবাহ, ইভটিজিং, যৌতুক ও ডেঙ্গু প্রতিরোধ সহ মাদক বিরোধী গণ সচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেল ৪টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।

বাগেরহাট জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ।

এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন। উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফকিরহাট সহকারি কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা, সহকারি পুলিশ সুপার ছয়রুদ্দিন আহম্মেদ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ বুলু শেখ, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, অফিসার ইনচার্জ আবু সাঈদ মোঃ খায়রুল আনাম সহ বিভিন্ন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, ইমামগন, সংবাদকর্মী, শিক্ষার্থী ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত