বাগেরহাটে কমিউনিটি পুলিশিং ডে পালিত

স্টাফ রিপোর্টার

আপডেট : ০১:২৭ পিএম, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯ | ১১৭০

“পুলিশের সাথে কাজ করি, মাদক-জঙ্গী ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এই প্রতিপাদ্য সামনেরেখে নানা আয়োজনে জেলা পলিশের ব্যাবস্থাপনায় বাগেরহাটে কমিউনিটি পুলিশিং ডে পালিত। স্বাধীনতা উদ্যানে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়।


এ সভায় প্রধান অতিথি ছিলেন বাগেহোট ৪ আসনের সংসদ সদস্য ডাঃ মোজাম্মেল হোসেন এমপি। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

বিষয়ের উপর আলোচনায় অংশ গ্রহন করেন জেলা পুলিশিং কমিটির সভাপতি এ্যাডভোকেট মোজাফ্ফর হোসেন, সাধারন সম্পাদক এ্যাডভোকেট শাহ আলম টুকু, প্রেসক্লাব সভাপতি আহাদ উদ্দিন হায়দার,সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, ইউপি চেয়ারম্যান শেখ আকতারুজ্জান বাচ্চু প্রমুখ। এ দিবস পালন উপলক্ষে সপ্তাহব্যাপী গৃহীত কর্মসুচীর মধ্যে রয়েছে চিত্রাংঙ্গন, বিতর্ক প্রতিযোগীতা,রক্তদান কর্মসুচী ও সাংস্কৃতিক প্রতিযোগীতা। আলোচনা সভা শুরুর পুর্বে একটি র‌্যালী শহর প্রদক্ষিন করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত