রামপালে সরকারি খাল দখল করে মৎস্য চাষের অভিযোগ

রামপাল প্রতিনিধি

আপডেট : ০৭:২৫ পিএম, শুক্রবার, ১ নভেম্বর ২০১৯ | ১৫৬৩

মোংলা-ঘষিয়াখালী চ্যানেল সংলগ্ন একটি সরকারি খালে বাঁধ দিয়ে আটকে রেখে মাছ চাষ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট দপ্তরে একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

লিখিত অভিযোগে জানাগেছে, উপজেলার বাঁশতলী গ্রামের মৃত কেরামত শিকদারের পুত্র শিকদার শরিফুল ইসলাম দীর্ঘদিন বাঁশতলী খাল সংলগ্ন জাইলের খোলা নামক একটি খাল বাঁধ দিয়ে আটকে মাছ চাষ করে আসছেন। এতে চ্যানেলের পানি প্রবাহে বাধার সৃষ্টি হচ্ছে। এ ব্যাপারে শিকদার শরিফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, মূল খাল ছেড়ে দেওয়া হয়েছে তবে গ্রামের মধ্যে জোয়ারের পানিতে পাবিত হতে না পারে সেজন্য কিছু অংশ আটকে রাখা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল এর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, সরকারি খাল আটকে রাখার তথ্য প্রমান পাওয়া গেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত