বাগেরহাট আইনজীবী সমিতি নির্বাচন

সভাপতি আ.লীগ ও সাধারন সম্পাদক বিএনপি

স্টাফ রিপোর্টার

আপডেট : ১১:৪৫ পিএম, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭ | ১৫৩৮

বাগেরহাট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ডক্টর এ.কে আজাদ ফিরোজ টিপু মাত্র ৬ ভোট বেশী পেয়ে সভাপতি পদে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্ধী বিএনপি সমর্থিত প্রার্থী একেএম আ. হাই পেয়েছিলেন ১৬৮ ভোট।

সাধারন সম্পাদক পদে বিএনপি সমর্থিত প্রার্থী এ্যাডভোকেট মো. আলতাফ হোসেন মাত্র ১ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এ্যাডভোকেট আলহাজ¦ সৈয়দ জাহিদ হোসেন পেয়েছিলেন ১৭২ ভোট।

বুধবার রাত সাড়ে দশটায় ভোট গণনা শেষে সকল ফলাফল ঘোষনা করা হয়। এতে ৩শ ৭৬ জন ভোটারের মধ্যে ৩শ ৫৫জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। যার মধ্যে ১০টি ভোট বাতিল হয়।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তুষার কান্তি বসু, জুনিয়র সহ-সভাপতি পদে সলিমুল্লাহ শেখ সেলিম, যুগ্ম সাধারন সম্পাদক পদে কাজী মো. আহসান কবির মুক্ত, সহকারী সম্পাদক (অর্থ ও হিসাব নিরীক্ষন) পদে ফকির মো. নওরেশুজ্জামান (লালন), সহকারী সম্পাদক (গ্রন্থ ও আসবাবপত্র) দেবদাস রানা, সহকারী সম্পাদক (ধর্ম বিষয়ক) পদে বালী নাছের ইকবাল বিজয়ী হয়েছেন। এছাড়া সহকারী সম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) পদে বিএনপি সমর্থিত প্রার্থী এসএম মাহাবুব মোর্শেদ লালন বিজয়ী হয়েছেন।

এছাড়া নির্বাহী সদস্য পদে ফারজানা খাতুন সাথী, শাহীন তালুকদার, রোকসানা পারভীণ রুপা, মোশারেফ হোসেন, স্মৃতি কনা মজুমদার ও বিথীকা রানী পাল বিজয়ী হয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত