চিতলমারীতে দক্ষতা বাড়াতে কৃষকদের প্রশিক্ষণ

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ০৯:১১ পিএম, রোববার, ৩ নভেম্বর ২০১৯ | ৬৫৮

চিতলমারীতে ক্ষেত-খামারের উন্নয়ন ও কাজে দক্ষতা বাড়াতে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রোববার বিকেল ৩ টায় উপজেলা পরিষদ হল রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গোপালগঞ্জ এর সরেজমিন বিভাগের বাস্তবায়নে এ প্রশিক্ষণে শতাধিক কৃষাণ-কৃষাণী অংশ গ্রহণ করেন।



প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ সরেজমিন গবেষণা বিভাগের প্রকল্প পরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর এম এম কামরুজ্জামান। বিশেষ প্রশিক্ষক ছিলেন গোপালগঞ্জ সরেজমিন গবেষণা বিভাগের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোঃ হারুণ-অর-রশিদ। প্রশিক্ষণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোপালগঞ্জ সরেজমিন গবেষণা বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম।

এ সময় কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ সরেজমিন গবেষণা বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ রাশেদুল হাসান ও চিতলমারী উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত