গ্রাম বাংলার ঐতিহ্যবাহি

বাগেরহাটে হাডুডু প্রতিযোগীতা

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৯:৪২ পিএম, শনিবার, ২ ডিসেম্বর ২০১৭ | ১১৮৪

হাজার হাজার দর্শকের উপস্থিতিতে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে বাগেরহাটে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহি হাডুডু প্রতিযোগীতা। শনিবার সকালে থেকে সন্ধ্যা পর্যন্ত বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের মুক্ষাইট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দেশের বিভিন্ন অঞ্চলের খ্যাতনামা খেলোয়ারদের অংশ গ্রহনে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এমপির একান্ত সচিব বিশিষ্ট সমাজ সেবক মোঃ ফিরোজুল ইসলামের সার্বিক সহযোগীতায় এপ্রতিযোগীতার আয়োজন করা হয়।

এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত এ প্রতিযোগীতা দেখতে মুক্ষাইট সরকারি বিদ্যালয়ের মাঠে হাজার হাজার ঢল নামে। খেলায় বাগেরহাট জেলার অংশ গ্রহনকারী ৮টি দলের মধ্যে রয়েছে, উজলপুর, আতাইকাঠি, আলীপুর, চিতলমারী, মূলঘর, নওয়াপাড়া, বারুইপাড়া ও কাফুরপুরা।

খেলা শেষে বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস প্রধান অতিথি হিসাবে বিজয়ী দলের হাতে নগদ ৫০ হাজার টাকা ও চ্যাম্পিয়ার ট্রাফি তুলে দেয়া হয়।

এছাড়া রানার্সআপ দলকে নগদ ৩০ হাজার টাকা ও ট্রাফি প্রদান করা হয়।

যশোরের খ্যাতনামা খেলোয়াড় মো. কবিরুল ইসলাম টাইগার, জাতীয় কাবাডি টিমের সদস্য মুন্সি আর্দুজ্জামান ও তুহিন তরফদার খেলায় অংশ নেয়।

চিরুলিয়া স্কুল এন্ড কলেজের সভাপতি মোঃ ফিরোজুল ইসলামের সভাপতিত্বে পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাগেরহাট পুলিশ সুপার পংঙ্কজ চন্দ্র রায়, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন, চেম্বার অব কমার্সের সভাপতি শেখ লিয়াকত হোসেন লিটন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত