ফকিরহাটে প্রাথমিক শিক্ষা সমাপনী শুরু

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৭:৩৭ পিএম, রোববার, ১৭ নভেম্বর ২০১৯ | ৬৯১

সারা দেশের ন্যায় ফকিরহাটে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী শুরু হয়েছে। পরীক্ষার প্রথমদিন সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ন ভাবে অতিবাহিত হয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে ফকিরহাট সহকারি কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা সহ উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার পিন্টু রঞ্জন দাশ সহ বিভিন্ন কর্মকর্তা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আট্টাকা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবছর ৯টি প্রাথমিক বিদ্যালয়, ২টি মাদ্রাসা ও ৩টি কিন্ডার গার্টেন সহ মোট ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষায় অংশ গ্রহন করছে। এই কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার সরোজ কুমার রায়। কেন্দ্র সচিবের দায়িত্বে রয়েছেন বাহিরদিয়া-মানসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হরেন্দ্রনাথ শিকদার ও হল সুপার রয়েছেন টাউন নওয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারহানা হোসেন। অত্র কেন্দ্রে পিএসপি পরীক্ষাথীর সংখ্যা ২৭৫জন শিক্ষার্থী। এর মধ্যে একজন অনুপোস্থিত। ইবতেদায়ি ৩১জন পরীক্ষার্থীর মধ্যে একজন অনুপোস্থিত রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত