ফকিরহাটে শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের সাধারন সভা

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ১১:৪৫ পিএম, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯ | ৫৩৯

ফকিরহাটে শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের উদ্যোগে সাধারন সভা শুক্রবার সকাল ১০টায় ফকিরহাট সরকারী ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ফাউন্ডেশনের সভাপতি শিক্ষাবিদ অমিত রায় চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহিমা সুলতালা বুশরা।

ফাউন্ডেশনের সদস্য সচিব শিরিনা আক্তার এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন, ফাউন্ডেশনের সদস্য যথাক্রমে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মুস্তাহীদ সুজা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, সদস্য আবুল কালাম আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সুবীর কুমার মিত্র, শিক্ষাবিদ দাশ শিশির কুমার, ধিরেন্দ্রনাথ মজুমদার, ঢালী আব্দুল মালেক, আব্দুর সালাম, মোঃ ইউনুস আলী শেখ, এ্যাডঃ হীটলার গোলদার, মোঃ রেজাউল করিম ফকির, কাজি মোঃ মহসিন, প্রভাষক মনোতোষ রায় কেষ্ট, শেখ ইমরুল হাসান, সিরাজুল ইসলাম, অনিমেষ দাম, কাজি ইসমাইল সিদ্দিকী খোকন, শিক্ষক নিখিল চন্দ্র দাশ, মল্লিক আব্দুর সাত্তার, পি কে অলোক ও ফটিক ব্যানার্জী প্রমুখ।

সভায় আগামী ২৯ডিসেম্বর প্রতি বছরের ন্যায় পিএসসি জেএসসি এসএসসি ও এইচএসসি পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের সিদ্ধান্ত গ্রহন ছাড়াও ৮টি ইউনিয়নের ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে গণপাঠাগার নির্মাণ করে সেখানে মুক্তিযুদ্ধের বই সহ নানা বই বিতরনের উপর আলোকপাত করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত