জমি সংক্রান্ত বিরোধের জের: শিক্ষক দম্পতির নেত্রীত্বে সন্ত্রাসী হামলা

মোল্লাহাটে বাড়ীঘর ভাংচুর, নারী আহত

মোল্লাহাট সংবাদদাতা

আপডেট : ০৪:৩৪ পিএম, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০১৭ | ৮৬১

হামলা

মোল্লাহাটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক নারী আহত ও বাড়ীঘর ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নতুন ঘোষগাতী গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

হামলার শিকার ওই মহিলার দু’টি দাঁত ভেঙ্গে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর জখম হয়েছে বলেও ক্ষতিগ্রস্থের পরিবার সুত্রে জানা গেছে। আহত রেসিনা বেগম (৪০) তিনি ওই এলাকার ইব্রাহিম মোল্লার স্ত্রী ও মৃত হামিদ মীর’র মেয়ে। তাকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


ক্ষতিগ্রস্থের পরিবার সুত্রে জানাগেছে, নতুন ঘোষগাতী গ্রামের শিক্ষক দম্পতি আবা মোল্লা (৪০) ও দিলরুবা (৩৫) পরিবারের সঙ্গে একই এলাকার মৃত হামিদ মীর পরিবারের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছে। তারই জের ধরে ঘটনার রাতে ওই শিক্ষক দম্পতির নেতৃত্বে ৫/৬ জন লোহার রডসহ দেশীয় বিভিন্ন প্রকার অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। ওই ঘটনায় রেসিনা বেগম’র ওপরের পাটি’র দু’টি দাঁত ভেঙ্গেপড়াসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর জখম হয়। একই সময়ে হামলা কারীরা রেসিনা বেগমের বাড়ী-ঘরও ভাংচুর করে।


মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) খায়রুল আনাম বলেন,থানায় অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত