ফকিরহাটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনের লক্ষে প্রস্তুতিমুলক সভা

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৬:২৪ পিএম, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯ | ৪৭৪

বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে প্রস্তুতি মুলক আলোচনা সভা গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম রুমে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন এর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, ভাইস চেয়ারম্যান মোঃ মুস্তাহীদ সুজা, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রহিমা সুলতানা বুশরা, মডেল থানা পুলিশের অফিসার ইনচাজ (ওসি) আবু সাইদ মোঃ খায়রুল আনাম, ফকিরহাট সরকারী ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শিক্ষাবিদ অমিত রায় চৌধুরী, শেখ হেলাল উদ্দীন ডিগ্রী কলেজের অধ্যক্ষ বটুগোপাল দাশ, শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সেখ মশারেফ হোসেন, মেডিকেল অফিসার অরিজুল ইসলাম, মৎস্য অফিসার অভিজীৎ শীল, কৃষি অফিসার মোঃ নাছরুল মিল্লাত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদা দিলরুবা সুলতানা, ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির ও খান শামীম জামান পলাশ প্রমুখ।

সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে ১মাস ব্যাপী ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহন ও তা বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করা হয়। এসময় শিক্ষক সাংবাদিক জনপ্রতিনিধি সরকারী কর্মকর্তাগণেরা উপস্থিত ছিলেন। এর আগে ১লা জানুয়ারী-২০২০ বই উৎসব ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে পালনের লক্ষে ব্যাপক আলোকপাত করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত