বাগেরহাট সার্কিট হাউসে শেখ হেলাল এমপি

দলীয় ঐক্য থাকলে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে

স্টাফ রিপোর্টার

আপডেট : ১০:৫২ পিএম, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০১৭ | ১৯৫২

জাতির জনক বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দিন বলেছেন, সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্য অটুট থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ আবারও বিজয়ী হবে। এজন্য জনপ্রতিধিদের দলীয় নেতাকর্মীরদের কাছে যেতে হবে। সকল বিভেদ ভূলে আওয়ামী লীগের পতাকা তলে সবাইকে এক হতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে ২০০১ সালের অবস্থার পূর্নরাবৃত্তি ঘটবে। দলীয় নেতাকর্মীরা কেউই ভালো থাকবেন না। দেশ ও দক্ষিণাঞ্চলের উন্নয়নের ধারা বন্ধ হয়ে যাবে।

বৃহস্পতিবার রাতে বাগেরহাট সার্কিট হাউসে বাগেরহাট জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে এমপি শেখ হেলাল উদ্দিন আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে পদ্মা সেতু, খুলনা-মোংলা রেলপথ, খানজাহান বিমান বন্দর, মোংলা বন্দরের আধুনিকায়ন, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, মোংলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

দেশের এসব উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেয়ার আহবান নিয়ে জনগনের ঘরে-ঘরে দলীয় নেতাকর্মীদের যেতে হবে। এসময়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি, সংরক্ষিত মহিলা এমপি হ্যাপি বড়াল, বাগেরহাট পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক খান হাবিবুর রহমানসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রথমে এমপি শেখ হেলাল উদ্দিন শহরতলীতে হযরত খানজাহান (র:) দরগা শরীফে এসে পৌঁছালে বাগেরহাট পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক খান হাবিবুর রহমান, জেলা প্রশাসক তপন কুমার বিশ^াস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় তাঁেক স্বাগত জানান। হযরত খানজাহান (র:) মাজার জিয়ারত ও ফাতেহা পাঠ শেষে এমপি হেলালকে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মটরসাইকেল শোভাযাত্রা সহকারে সার্কিট হাউসে নিয়ে আসেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত