সুন্দরবন শুধু বাংলাদেশের গর্ব নয় এটি বিশ্ব মানবতার গর্ব- ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনার

মাসুদ রানা,মোংলা

আপডেট : ১০:০২ পিএম, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০ | ১৭৬১

সুন্দরবন শুধু বাংলাদেশের গর্ব নয় এটি বিশ্ব মানবতার গর্ব। জলবায়ু পরিবর্তন এবং চোরা শিকার বাঘ ও সুন্দরবনের জন্য হুমকি বলে মনে করি। এই বছরের নভেম্বর মাসে ২৬তম বিশ্ব জলবায়ু সম্মেলন ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে। আশা করি সুন্দরবন এবং বাঘের জন্য সেখান থেকে ভালো কোন পরিকল্পনা আসবে। বৃহস্পতিবার বিকেলে মোংলার সুন্দরবন সংলগ্ন জয়মনি গ্রামে ওয়াইল্ডটিম কনজারভেশন বায়োলজি সেন্টার পরিদর্শনে এসে অভিজ্ঞতা বিনিময় সভা শেষে গণমাধ্যম কর্মীদের কাছে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনার কানবার হোসেন বর একথা বলেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ওয়াইল্ডটিম কনজারভেশন বায়োলজি সেন্টার আয়োজিত বাঘ রক্ষা বিষয়ক তৃণমূলের অভিজ্ঞতা বিনিময় সভায় সভাপতিত্ব করেন ওয়াইল্ড টিমের চেয়ারম্যান ইনাম আল হক। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার আসিফ ইকবাল, ওয়াইল্ড টিমের প্রধান নির্বাহি ড.মোঃ আনোয়ারুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী, কোস্ট গার্ডের পেটি অফিসার মোস্তাক আহমেদ, সুন্দরবন সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি গাজী জহুরুল ইসলাম, টাইগার টিমের সাইফুল ইসলাম, রেজভীন আক্তার, বাঘ বন্ধু ইমরান বিশ্বাস, টাইগার টিমের সদস্যবৃন্দ, টাইগার স্কাউটস, কোস্ট গার্ড, বাঘ বন্ধু, বন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অভিজ্ঞতা বিনিময় সভা শেষে ব্রিটিশ হাই কমিশনার সুন্দরবন পরিদর্শনে যান

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত