বাগেরহাটের ২৮ সাংবাদিকের বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৮:৩৩ পিএম, বুধবার, ২২ জানুয়ারী ২০২০ | ৬৯৭

বাগেরহাটের ২৮ সাংবাদিকের ৩দিনের সাংবাদিকতায় বুনিয়াদি (আবাসিক)প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বুধবার বিকাল ৪টায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি)সেমিনার রুমে ৩দিনের বুনিয়াদি প্রশিক্ষণেরর সমাপনী অনুষ্ঠিত হয়।

সভাপ্রধান ছিলেন পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ।এতে প্রধান অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচি্ব(প্রেস)শেখ মো.মাহফুজুল হক। এসময়ে ‌সি‌নিয়র প্র‌শিক্ষক রাফিজা রহমান সহ পিআইবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাগেরহাট জেলার কচুয়া,ফকিরহাট,মোংলা,রামপালের ২৮জন সাংবাদিককে সনদ প্রদান করা হয়।

সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন,বর্তমান সরকার সাংবাদিকদের মান উন্নয়নে ব্যাপক সহায়তা দিচ্ছেন,বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দেশ ও জাতি উপকৃত হবে। তারা সরকারের উন্নয়ন তুলে ধরতে সাংবাদিকদের আহবান জানান।

পরে কচুয়া প্রেসক্লাবের স্মরনিকা অতিথিদের হাতে তুলে দেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত