মোল্লাহাটে ঐতিহ্যবাহী মোরগ লড়াই

মোল্লাহাট প্রতিনিধি

আপডেট : ০৫:১৪ পিএম, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০ | ১৭৫৯

মুজিববর্ষ উপলক্ষে বাগেরহাটের মোল্লাহাটে ঐতিহ্যবাহী মোরগ লড়াই অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দিনব্যাপি উপজেলার গাংনী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে গাংনী নিম্ম মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় খুলনার তেরখাদা, নড়াইলের লোহাগড়া, কালিয়া ও বাগেরহাটের মোল্লাহাটসহ বিভিন্ন উপজেলার ৮০ গ্রুপে ১‘শ ৬০টি মোরগ অংশগ্রহন করে।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মোরগ যুদ্ধ চললেও সকল গ্রুপের যুদ্ধ শেষ করতে পারেনি কর্তৃপক্ষ। অবশেষে সন্ধ্যায় ১২টি মোরগকে বিজয়ী ঘোষনা করে এই প্রতিযোগিতার সমাপনী ঘোষনা করেন আয়োজকরা। ব্যাতীক্রমধর্মী এই মোরগ লড়াই দেখতে সারাদিনই তিন শতাধিক লোক মাঠে ভিড় করেন।

গাংনী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শেখ ভুলু মিয়ার সভাপতিত্বে লড়াইয়ের প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাংনি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ জাকির হোসেন। এসময় বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা ওমর ফকির, সৈয়দ আলী,আরজ আলী, আয়েব আলী, সিরাজ মীর , সিয়াম শেখ ,এসএম বশির , সেতু শেখ প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত