চুলকাঠিতে নিখোঁজ জেলে মাসুদ ১২দিনেও উদ্ধার হয়নী

স্টাফ রির্পোটার

আপডেট : ০৯:৩৯ পিএম, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০ | ৬৬৯

বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের চুলকাঠি এলাকার নিখোঁজ সুন্দরবনের জেলে মাসুদ(২০)কে ১২দিনের উদ্ধার করতে পারেনী বাগেরহাট মডেল থানা পুলিশ। নিখোঁজ মাসুদ বাগেরহাট সদর উপজেলার ভট্র-বালিয়াঘাটা গ্রামের আঃ রশিদ শেখের পুত্র।

নিখোঁজের স্ত্রী আসমা বেগম অভিযোগ করে বাগেরহাট২৪কে বলেন,তার স্বামী একই এলাকার মুজিবর শেখের পুত্র রিয়াজ শেখ(২৪),ইউনুচ শেখের পুত্র আরিফ শেখ(২৫)ও অজ্ঞাত ফারূক শেখের সাথে সুন্দরবনে মাছ ধরার কথা বলে চলতি বছরের গত ২২জানুয়ারী সকালে বাড়ি থেকে বের হয়ে যান। তারপর ২৭ জানুয়ারী সকালে তার সাথে থাকা আরিফ তাকে একটি মোবাইল নম্বর থেকে আরিফের স্ত্রীকে ফোন করে বলে তারা সুন্দরবনে ভালভাবে পৌঁছায়েছেন।

তারপর দুই তিনদিন কোন খোজঁ খবর না পেয়ে অবশেষে বাগেরহাট মডেল থানায় গত ৩০জানুয়ারী নিখোঁজের স্ত্রী আসমা বেগম বাদী হয়ে থানায় একটি সাধারন ডাইরী করেন, যাহার নং ১৩০৬। এ দিকে ঘটনার ১২দিন অতিবাহিত হলেও নিখোঁজ জেলে মাসুদ(২০) উদ্ধার না হওয়ায় অজানা উৎকন্ঠায় অর্ধাহারে,অনাহারে দিন কাটাছেন তার ৪বছরের অবুজ শিশু কন্যা নিয়ে। তারা এখন চরম মানবেতর জীবন যাপন করছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত