বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

স্টাফ রির্পোটার

আপডেট : ০৫:৪৪ পিএম, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০ | ৫৮৪

বাগেরহাট পৌরসভার পরিস্কার-পরিচ্ছন্ন কর্মীদের সন্তানদের মাঝে স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরন বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে শহরের আলিয়া মাদ্রাসা রোডস্থ উন্নয়ন সংস্থা কর্মজীবী নারীর কার্যালয়ে এ উপকরণ বিতরণ করা হয়।

ইউরোপীয় ইউনিয়ন এবং প্র্যাকটিক্যাল এ্যাকশন এর অর্থায়নে ও কর্মজীবী নারীর বাস্তবায়নে ডিগনিফাইং লাইভস প্রকল্পের আওতায় এ উপকরন বিতরণ করা হয়।

প্র্যাকর্টিক্যাল এ্যাকশানের প্রকল্প কর্মকর্তা রাজীব কুমার রায় জানান, ইউরোপীয় ইউনিয়ন এবং প্র্যাকটিক্যাল এ্যাকশন এর অর্থায়নে ও কর্মজীবী নারীর বাস্তবায়নে ডিগনিফাইং লাইভস প্রকল্পটি বাগেরহাটে ২০১৮ইং সাল থেকে কাজ করে আসছে। এই প্রকল্পের আওতায় বাগেরহাটে ৫টি সমবায়ম সমিতি গঠিত করা হয়েছে। প্র্যাকটিক্যাল এ্যাকশন এবং কর্মজীবী নারীর কর্মকর্তাদের উপস্থিতিতে পরিচ্ছন্নতা কর্মীদের সন্তানদের ১ম থেকে ৫ম শ্রেণী পর্যন্ত মোট ১১৫জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ, পেনিসিল, কলম এবং খাতা) বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত