সুন্দরবনে বানর ছানা বনে অবমুক্ত

মহিদুল ইসলাম, শরণখোলা

আপডেট : ১১:৩৫ পিএম, রোববার, ১ মার্চ ২০২০ | ৬৭২

শরণখোলার বকুলতলা গ্রামের মোবারেক আলী তালুকদারের বাড়ি থেকে একটি বানর ছানা উদ্ধার করে রবিবার সকালে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। বনবিভাগের লোকেরা খবর পেয়ে আগেরদিন সন্ধ্যার পর ওই বাড়িতে গিয়ে বাঁশের খাঁচায় আটকে রাখা বানর ছানাটি উদ্ধার করে।


পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. শামসুল হক জানান, গত তিন দিন আগে মোবারেক আলী ভোলা নদীর চরের কাদামাটিতে আটকে পড়া অবস্থায় বানর ছানাটি দেখতে পান। এসময় বানরটি পোষার উদ্দেশে ধরে তার বাড়িতে নিয়ে যান। এই খবর জানতে পেরে শনিবার সন্ধ্যা সাতটার দিকে ভোলা ফরেস্ট ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান ওই বাড়ি থেকে বানরটি উদ্ধার করেন।


ওই বন কর্মকর্তা জানান, সকাল ১০টার দিকে এটি ভোলা ক্যাম্পসংলগ্ন বনের ২৪নম্বর কম্পার্টমেন্ট এলাকায় অবমুক্ত করা হয়েছে। দলছুঁট হয়ে এক মাস বয়সের মাদি বানর ছানাটি ভোলা নদী সাঁতরে বন থেকে লোকালয় পারে চলে এসেছে বলে তার ধারণা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত