ভ্রাম্যমান আদালতে

চুলকাঠিতে একজনের জেল

চুলকাঠি সংবাদদাতা

আপডেট : ০৫:৫৬ পিএম, বুধবার, ১৩ ডিসেম্বর ২০১৭ | ১৪৫৭

বাগেরহাটের চুলকাঠিতে বিশুদ্ধ খাদ্য আইনে একজনকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত । বাগেরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নুরুল হাফিজ এ রায় দেন।


চুলকাঠি তদন্তকেন্দ্রের পুলিশ পরিদর্শক অসিত কুমার রায় বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, কচুয়া উপজেলার মৃত রহম মোল্লার ছেলে হানিফ মোল্লা (৪৫) সদর উপজেলার চুলকাঠির যুগিডাঙ্গা গ্রামে বসবাস করে, সে গুড় তৈরি করে বাজারে বিক্রি করে। গুড় তৈরিতে পাউডার, চিনি ও অন্যান্য ভেজাল দ্রব্য দিয়ে নি¤œমানের গুড় তৈরি করে খেজুরের গুড় বিক্রি করে। বুধবার বেলা ৩ টার দিকে ভেজাল গুড় তৈরির প্রস্তুতকালে এলাকাবাসী পুলিশকে সাথে নিয়ে হাতেনাতে ধরে ফেলে।


পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নুরুল হাফিজ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করে। অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম জেল দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত