মোরেলগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রতিযোগীতা

মেহেদী হাসান লিপন, মোরেলগঞ্জ

আপডেট : ০৪:১৪ পিএম, শনিবার, ৭ মার্চ ২০২০ | ৫৭৯

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহসিক ৭ মার্চ উপলক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি উপলক্ষ্যে মাইকে একযোগে ভাষণ প্রচার, ভাষণ প্রতিযোগীতা, দিবসটির গুরুত্ব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে এইচ ভি এস হাজী নূরউদ্দিন দাখিল মাদ্রাসা মিলনায়তনে দিবসটির গুরুত্ব নিয়ে আলোচনা ,ভাষণ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার সুপার শেখ আব্দুল লতিফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহ-সুপার মুহাম্মদ মেহেদী হাসান, সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম লিটন, বুরহানে সুলতান, মাওলানা আব্দুল কাইয়ুম, শিক্ষার্থী রেকসোনা আক্তার, মো.রাফি, বিথী আক্তার, মো. আহসান উল্লাহ প্রমুখ।

পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহসিক ৭ মার্চের ভাষণ প্রতিযোগীতা ও বিজয়ীদের মধ্যে পুরষ্কৃত করা হয়। একই দিনে সন্ন্যাসী বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,প্রধান শিক্ষক মাহাবুব হোসেন শিকদার, সহকারি প্রধান শিক্ষক শায়লা পারভীন প্রমুখ।

এছাড়াও মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়, সেতারা আব্বাস বিএম কলেজ, ৯৯ নং আবুল হোসেন স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়,২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত