রামপালে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রম সুফল মিলতে শুরু করেছে

রামপাল প্রতিনিধি

আপডেট : ০৪:৪৫ পিএম, বুধবার, ১১ মার্চ ২০২০ | ৭৩৪

রামপালের ঝনঝনিয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় ওয়ার্ল্ড ভিশনের স্কুল ব্রিগেড কার্যক্রমের দৃশ্যমান সূফল মিলেছে। দুই বছর পূর্বে গঠিত ওই ব্রিগেডের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার, হাত-পা পরিষ্কার, পরিচ্ছন্নতা, ফুলের বাগান তৈরিসহ নানাবিধ কার্যক্রমে স্কুল ব্রিগেড ভালো ভূমিকা পালন করে আসছে।

খোঁজ নিয়ে এসব তথ্য পাওয়া গেছে। এ ব্যাপারে ওয়ার্ল্ড ভিষনের সুপারভাইজার লিপি পান্ডে বাগেরহাট ২৪কে জানান, ওয়ার্ল্ড ভিশন উপজেলার কয়েকটি ইউনিয়নে শিশুদের নিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে পরিচ্ছন্নতা সামগ্রী বিতরণ, পশু পালন, মৎস্য চাষ, স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার, পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি মেনে চলাসহ বিভিন্ন প্রকার কার্যক্রম চলমান আছে।

ঝনঝনিয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সুপার বাগেরহাট২৪কে বলেন, সন্তোষজনক ভাবে স্কুল ব্রিগেডের কার্যক্রম এগিয়ে চলছে। আগামীতে এ কার্যক্রমের গতি আরো বৃদ্ধি হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত