রামপালে বিদেশ ফেরত ৪২৪ জনের মধ্য ৭১ জন হোম কোয়ারেন্টাইনে

রামপাল প্রতিনিধি

আপডেট : ০৪:৩৯ পিএম, শনিবার, ২১ মার্চ ২০২০ | ১৫৭৩

রামপালে বিদেশ ফেরত ৪২৪ জন মানুষের মধ্য থেকে ৭১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জনবল সংকট ও নজরদারীর অভাবে বিদেশ ফেরত ব্যক্তিরা হোম কোয়ারেন্টাইনে না থেকে যত্রতত্র ঘোরাফেরা করার অভিযোগ উঠেছে।

রামপাল উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ দপ্তর, রামপাল থানা পুলিশ ও বিভিন্ন উইনিয়নের বিভিন্ন জনপ্রতিনিধীদের সমন্বয়ে টাস্কফোর্স গঠনের মাধ্যমে বিদেশ ফেরতদের তথ্যানুসন্ধান জোরদার করা হয়েছে। প্রতিদিনই বিদেশ ফেরত লোকের সংখ্যা বাড়ছে।

এর বাইরেও ভারত থেকে বিনা পার্সপোর্টে ভারত থেকে পালিয়ে রামপালে প্রবেশকারীদের সংখ্যাও বাড়ছে। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে বেশকিছু ভারত থেকে আগত ব্যক্তিকে চিহ্নিত করে তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জনবল সংকটের কারনে বাকীদের শনাক্ত করনে হিমশিম খাচ্ছে প্রশাসন।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা শুকান্ত কুমার পাল এর কাছে জানতে চাইলে তিনি বাগেরহাট২৪কে বলেন, হাসপাতালের তিনটি কেবিনে তাৎক্ষনিকভাবে করোনা উপসর্গ নিয়ে কেউ এলে আমরা আইসিডিডিআর এর রিপোর্টে করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো এবং কোয়ারেন্টাইনে রাখা লোকদের সার্বক্ষনিকভাবে পর্যাবেক্ষন করা হচ্ছে। তবে তিনি সবাইকে নিজ নিজ দায়িত্বে সতর্ক থাকার ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন।

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল বাগেরহাট২৪কে বলেন, আমরা বিদেশ ফেরত ব্যক্তিদের উপর সার্বক্ষনিক নজরদারী বৃদ্ধি করেছি। কোন বিদেশ ফেরত ব্যক্তি সরকারি নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ জন্য তিনি সকলের সহযোগীতা কামনা করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত