বাগেরহাটে ছিটানো হচ্ছে জীবানুনাশক পানি

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৩:২২ পিএম, শনিবার, ২৮ মার্চ ২০২০ | ৭০৫

বাগেরহাট পৌর শহরের গুরুত্বপুর্ন স্থানে জীবানুনাশক পানি ছিটানো হচ্ছে। শনিবার সকালে বাগেরহাট শহররক্ষা বাঁধ সড়ক এলাকায় জীবানুনাশক পানি ছিটিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এসময়, বাগেরহাট অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাগেরহাট উপপরিচালক গোলাম ছরোয়ারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে স্থানীয় স্বেচ্ছাসেবক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দমকল বিভাগের সদস্যরা শহরের ফলপট্রি মোড়, কাঁচাবাজার, মাছ বাজারসহ বেশকিছু এলাকায় এ জীবানুনাশক স্প্রে করে।

এছাড়াও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই জীবানুনাশক ছিটানো হবে বলে বাগেরহাট২৪কে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাগেরহাট উপপরিচালক গোলাম ছরোয়ার।

শহরকে জীবানুমুক্ত রাখতে বাগেরহাট পৌরসভা, জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের উদ্যোগে ছিটানো হচ্ছে জীবানুনাশক ওষুধ। করোনা ভাইরাস প্রতিরোধে যে কোন পরিস্থিতি মোকাবেলায় সার্বিক প্রস্ততি রয়েছে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাগেরহাট উপপরিচালক গোলাম ছরোয়ার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত