বিজয়ের ৪৬ বছর পর

শরণখোলায়  ইশা আন্দোলনের আনুষ্ঠানিক অংশগ্রহন

শরণখোলা সংবাদদাতা

আপডেট : ০৫:৩৩ পিএম, শনিবার, ১৬ ডিসেম্বর ২০১৭ | ৬৬০

বিজয়ের ৪৬ বছর পর এই প্রথমবার বাগেরহাটের শরণখোলায় ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বিজয় দিবসের কর্মসূচীতে আনুষ্ঠানিকভাবে অংশগ্রহন করেছে। দলটির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী উপজেলা শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ব্যানারে বিভিন্ন কর্মসূচী পালন করে তারা।

কর্মসূচীর মধ্যে ছিলো ১৫ ডিসেম্বর রাত থেকে ১৬ ডিসেম্বর ভোর পর্যন্ত বীর শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কুরআন খতম, সকাল ৯টায় বিজয় র‌্যালি, শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, শহীদদের মাজারে বিশেষ দোয়া ও মোনাজাত এবং আলোচনা সভা।

সকাল ১০টায় রায়েন্দা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি আলহাজ সেকান্দার আলী তালুকদার, সাধারণ সম্পাদক হাফেজ মো. আবু সালেহ, যুব আন্দোলনের সভাপতি আলী হায়দার খোকন, সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেন, শ্রমিক আন্দোলনের সভাপতি ক্বারী মো. শহিদুল ইসলাম প্রমূখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত