কচুয়ায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

কচুয়া সংবাদদাতা

আপডেট : ১০:১৪ পিএম, শনিবার, ১৬ ডিসেম্বর ২০১৭ | ৬৬২

উপজেলা প্রশাসন

কচুয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এদিন সকাল সাড়ে ৮টায় উপজেলা প্রশাসন কেন্দ্রীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম.মাহফুজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার তাসমিন ফারহানা, থানার অফিসার ইনচার্জ(ওসি) রবিউল কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজরা ওবায়দুর রেজা সেলিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাপস কুমার দাস,

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিকদার আবুবক্কর সিদ্দিক, জেলা পরিষদের সদস্য শেখ মনিরুজ্জামান ঝুমুর, সদর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।


পরে একে একে মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, যুবলীগ,কৃষকলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, কচুয়া প্রেসকাব, কচুয়া ডিগ্রি কলেজ, শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজ, সি.এস.পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, হাইস্কুল সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

কৃষকলীগ

সকাল ৯টায় সি.এস.পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে পুলিশ, আনসার-ভিডিপি, রোভার স্কাউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ডিসপ্লে প্রদর্শণ করে। পরে ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে ক্রীড়া অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার দেয়া হয়।

দুপুর ১২টায় জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিকালে লেডিসকাব চত্বরে মহিলাদের অংশ গ্রহনে ক্রীড়া অনুষ্ঠান শেষে পুরস্কার দেয়া হয়। এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাসমিন ফারহানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার।

সন্ধ্যায় উপজেলা অডিটরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসটি শেষ হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত