চিতলমারীতে যান চলাচলে নিষেধাজ্ঞা, ৬ ব্যবসায়ীকে অর্থদন্ড

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ০৬:৩৫ পিএম, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০ | ৪৫৪

বাগেরহাটের চিতলমারীতে মরণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে প্রশাসনিক নজরদারি জোরদার করা হয়েছে। এ লক্ষে সদর বাজারসহ উপজেলার সকল বাজারের নিত্যপ্রয়োজনী পণ্য ও ঔষধের দোকান ব্যাতিত অন্য সব দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সাথে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অত্যাবশ্যক কারণ ছাড়া সকল প্রকার যানবহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তবে রোগীবাহী এ্যাম্বুলেন্স, সংবাদ সংগ্রহ, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবারহ, জরুরি পরিসেবা, সরকারি যানবাহন, করোনা প্রতিরোধ ও মানবিক সহায়তায় ব্যবহৃত যানবাহন স্বাভাবিক ভাবে চলমান থাকবে। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম এ সকল তথ্য নিশ্চিত করেছেন।

এ ছাড়াও সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় সংক্রামণ রোগ প্রতিরোধ আইনের ২৫ ধারায় সদর বাজারে ৬ ব্যবসায়ীকে অর্থদন্ড দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান ও সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীন প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত