ফকিরহাটে ভ্রাম্যমান আদালতে মামলা দায়ের, জরিমানা আদায়

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৬:১৪ পিএম, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০ | ৭৩৮

ফকিরহাটে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের ঘরে থাকা নির্দেশ অমান্য করে অকারণে যানবাহন চালানো ও ঘর থেকে বাহির হওয়ায় ভ্রাম্যমান আদালতে ২৩টি যানবাহনের বিরুদ্ধে ২৩টি মামলা দায়ের ও ৫.৯০০/-টাকা জরিমানা আদায় করা হয়েছে।


শুক্রবার সকাল হতে দুপুর পর্যন্ত কাটাখালী বাসষ্ঠান্ডে ভ্রাম্যমান আদালতে এই মামলা দায়ের ও জরিমানা আদায় করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী হাকিম রহিমা সুলতানা বুশরা।

এসময় জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ উপস্থিত ছিলেন। অপরদিকে টাউন-নওয়াপাড়া মোড় এলাকায় অনুরুপ চেকপোষ্ট বসিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন, জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মোঃ আজিজুল ইসলাম। এসময় জেলা পুলিশ ও কাটাখালী হাইওয়ে থানা পুলিশ সদস্য ও কর্মকর্তারা আদালতকে সহযোগীতা করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত