বাগেরহাটে যুব গেমসের উদ্বোধন

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৫:৩৪ পিএম, সোমবার, ১৮ ডিসেম্বর ২০১৭ | ৬৯৬

প্রথমবারের মতো বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় বাগেরহাটে শুরু হয়েছে যুব গেমস। সোমবার বেলা ১১ টায় বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন উল হাসান প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্ধোধন করেন।


বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সরদার সেলিম আহমেদের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের প্রতিনিধি ও ফিফা ব্যাজধারী আস্তজার্তিক ফুটবল রেফারী তৈয়ব হাসান বাবু, প্রাক্তন ক্রীড়াবিদ মো. মোজাফ্ফর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সরদার ওমর ফারুক।


উদ্ধোধনী দিনে বাগেরহাট জেলার ৯ টি উপজেলা থেকে আগত খেলোয়াড়দের নিয়ে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ব্যাডমিন্টন খেলা শেষে অলিম্পিক এ্যাসোসিয়েশনের প্রতিনিধি তৈয়ব হাসান বাবু বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

এসমেয় বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সরদার সেলিম আহমেদ, সহ সাধারন সম্পাদক শেখ হায়দার আলী বাবু, কোষাধ্যক্ষ সরদার ওমর ফারুক, নির্বাহী সদস্য তানুজী নাগ, সরদার আবুল কালাম মিন্টু, এম এম আলম,অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম,চেয়ারম্যান মনি মল্লিকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার খুলনা বিভাগীয় শারীরিক শিক্ষা কলেজে সুইমিং পুলে সাতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত