পিরোজপুরে আরো ৩ জন কোভিড-১৯ রোগী সনাক্ত

পিরোজপুর প্রতিনিধি

আপডেট : ০৫:৫৩ পিএম, বুধবার, ১৫ এপ্রিল ২০২০ | ৮৪৮

পিরোজপুর জেলায় তিন জন করোনা ভাইরাস (কোভিড-১৯) রোগী সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় চার জন ব্যক্তির কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেলো । পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো: হাসনাত ইউসুফ জাকী বিষয়টি নিশ্চিত করে বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, সনাক্ত হওয়া তিন ব্যক্তিই যুবক এবং তার নারায়নগঞ্জ থেকে পিরোজপুরে ফিরেছে।


কোভিড-১৯ সনাক্ত হওয়া রোগীদের দুই জনের বাড়ী পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাদুরা গ্রামে এবং অপর এক জনের বাড়ী ভান্ডারিয়া উপজেলার জামিরতলা গ্রামে।


এর আগে সোমবার জেলার মঠবাড়িয়া উপজেলার ধানিসাফা ইউনিয়নে পাতাকাটা গ্রামে প্রথম কোভিড-১৯ রোগী সনাক্ত হয়েছিলো।


পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো: হাসনাত ইউসুফ জাকী বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, নারায়নগঞ্জ থেকে পিরোজপুরে ফেরা পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাদুরা গ্রামের (২৪) বছর ও (৩৩) বছরের দুই যুবক এবং ভান্ডারিয়া উপজেলার জামিরতলা গ্রাম (৩০) বছরের যুবকের কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করার জন্য সোমাবার বরিশালে পাঠানো হলে আজ তাদের রিপোর্ট পজেটিভ পাওয়া যায়। আক্রান্ত ব্যক্তিরা বর্তমানে সবাই তাদের নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে আছে। তবে তাদের হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি করানো হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত