মোল্লাহাটে কৃষকের ধান কাঁটছে শেখ তন্ময় ইয়াং স্টার ক্লাব

মোল্লাহাট প্রতিনিধি

আপডেট : ০৫:১০ পিএম, বুধবার, ২৯ এপ্রিল ২০২০ | ৭৩১

মোল্লাহাটে সেচ্ছায় কৃষকের ধান কেটে দিয়েছেন শেখ তন্ময় ইয়াং স্টার ক্লাবের সদস্যরা। বুধবার সকালে উপজেলার কোদালিয়া ইউনিয়নের অসহায় গরীর কৃষক রতন রায়ের ৬ বিঘা জমির ধান কেটে দিয়েছেন ২৫ জন সেচ্ছাসেবক। করোনা দূর্যোগের প্রভাবে এবং শ্রমিক স¦ল্পতা ও বৈরী আবহাওয়ার কারনে কৃষক যখন চিন্তিত ধান ঘরে কিভাবে তুলবে। তখনই তারা সেচ্ছায় এ ধান কাটার কাজ শুরু করেন। তারা বলেন, যতদিন ক্ষেতে ধান থাকবে ততদিন তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।


ধান কাটার এ কাজে অংশ গ্রহন করেন উপজেলা উপ-কৃষি কর্মকর্তা দেবব্রত কুমার পাল, শেখ তন্ময় ইয়াং স্টার ক্লাবের সভাপতি সোহরাফ খাঁন, সাধারণ সম্পাদন শেখ জুয়েল, ইউপি সদস্য নুরু খাঁন, মোঃ উজ্জল মিয়া সহ ক্লাবের অন্যান্য সদস্য বৃন্দ।

মোল্লাহাট উপজেলা উপ-কৃষি কর্মকর্তা দেবব্রত পাল বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, করোনা দূর্যোগে মোল্লাহাটে বাইরে থেকে শ্রমিক আসবে না এবং এ উপজেলা থেকে যাবেনা। একারনে শেখ তন্ময় ইয়াং স্টার কাব এ ধান কাটার উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগকে উপজেলা কৃষি অফিস সাধুবাদ জানাই এবং তাদেরকে আমরা সব রকম সাহায্য সহযোগীতা করবো।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত