তারুন্য-৭১ নামের একটি সংগঠনের

বৃক্ষরোপন ও বিতরনের মধ্যদিয়ে আত্ন প্রকাশ

কচুয়া সংবাদদাতা

আপডেট : ১০:৫৪ পিএম, রোববার, ১০ সেপ্টেম্বর ২০১৭ | ১৬৪২

তারুন্য-৭১ বৃক্ষরোপন ও বিতরনের মধ্যদিয়ে আত্ন প্রকাশ

”মুক্ত চিন্তা, মুক্ত কাজ , নতুন হোক এ সমাজ ” এই শ্লোগানকে সামনে রেখে লেখাপড়ার পাশাপাশি সমাজের উন্নয়নে নিজেদের অবদান রাখার লক্ষে কচুয়ায় তারুন্য-৭১ নামের একটি সংগঠনের আত্ন প্রকাশ ঘটেছে। রবিবার সকাল থেকে দিন ব্যাপি এ সংগঠনের ব্যানারে ৭১ জন ছাত্র উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ,ওষধি বৃক্ষ বিতরন ও বৃক্ষ রোপন কর্মসুচি পালন করে।

বৃক্ষ রোপন ও বিতরন কৃত শিক্ষা প্রতিষ্ঠান গুলো হলো, কচুয়া ডিগ্রী কলেজ, কচুয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, কচুয়া পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়,আদর্শ শিশু একাডেমি, মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয, সরকারী শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রী কলেজ,সিএস পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, হাজরাখারী সরকারী প্রাথমিক বিদ্যালয়।

এ কর্মসুচি উপলক্ষে সকালে একটি র‌্যালী কচুয়া সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাজরা ওবায়দুর রেজা সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার, কচুয়া কলেজের অধ্যক্ষ শুধাংকু কুমার অধিকারী, উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সম্পাদক আজাদ হোসেন বালী, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ইসতিয়াক হোসেন বাহাদুর।

সংগঠনের মধ্যে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাজ্জাত হোসেন সাওন, কার্যকরি সদস্য সজল সিকদার,তানভীরুল ইসলাম সুফল,আশিক ইমতিয়াজ, শেখ আল-আমীন,ইমরান শিকদার প্রমুখ।

নতুন এ সংগঠনের উদ্দেশ্য সম্পর্কে সাজ্জাত হোসেন সাওন বলেন, পড়াশুনার পাশাপাশি এলাকার উন্নয়নের স্বার্থে নিজেদের কাজ করা উচিত। আগামীতে বৃদ্ধ, নারী,শিশুদের স্বাস্থ্য সচেতনতা,মাদক বিরোধী,বাল্যবিবাহ রোধ,ইভটিজিং,নারীর প্রতি সহিংসতা রোধ, ডিজিটাল সেবা গ্রহন, যৌতুক বিরোধী,পরিচ্ছন্ন পরিবেশ গঠন, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতিতে সচেতনতা সৃষ্ঠি ও মুমুর্ষ রোগীদের রক্তদান, চক্ষু রোগীদের চিকিৎসা সহায়তা সহ পরিচ্ছন্ন পরিবেশ গঠনে সকলকে উদ্ভুদ্ধ করাই আমাদের লক্ষ্য।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত