তিন বাড়ী লকডাউন ঘোষনা

কচুয়ায় প্রথম করোনা রোগী সনাক্ত

কচুয়া প্রতিনিধি

আপডেট : ০৭:১০ পিএম, রোববার, ১০ মে ২০২০ | ৮০৫৪

প্রতিকী ছবি

কচুয়ায় এক জন করোনা রোগী সনাক্ত হয়েছে। তার ৩ ভাইয়ের বাড়ী লকডাউন ঘোষনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার। রবিবার রাত সোয়া ৮টার দিকে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ বাগেরহাট টুয়েন্টি ফোরকে এ তথ্য নিশ্চিত করেছেন। তার বাড়ী উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের সোলারকোলার শ্রীরামপুর এলাকায়। তিনি একজন নারী তার বয়স ২৫ বছর। ওই নারী কাজের সন্ধানে চট্রগ্রাম যান। সেখানে কাজ না পেয়ে গত বৃহস্পতিবার চট্রগ্রাম থেকে ঢাকা হয়ে কচুয়া উপজেলায় তার ভাইয়ের বাড়ীতে আসেন।


কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডা.মনিশংকর পাইক বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, ওই রোগীর শরীরে করোনার কোন লক্ষণ পাওয়া যায়নি। বাইরে থেকে আশার কারনে তাকে শুক্রবার হাসপাতালে ভর্তি করে নমুনা সংগ্রহ করা হয়, ওই দিন তিনটি নমুনা খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়। নমুনা পরীক্ষা শেষে রবিবার একটি করোনা পজিটিভ বলে রিপোর্ট পাওয়া যায়। তবে রোগীটি বর্তমানে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত