বাগেরহাট সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়

শতবর্ষ পূর্তিতে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

স্টাফ রিপোটার্র

আপডেট : ০৪:০৯ পিএম, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭ | ৫৬৯

নানা আয়োজন ও ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে বাগেরহাট সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে শতবর্ষ পূর্তি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে বাগেরহাট শহীদ মিনার চত্তর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাগেরহাট শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে বিদ্যালয় চত্তরে এসে মিলন মেলায় পরিনত হয়।


শোভাযাত্রায় ইতিহাস ও ঐতিহ্য তুলে নানা বাদ্যযন্ত্র নিয়ে নানা সাজে প্রায় ৪ হাজার নবীন প্রবীন শিক্ষার্থীরা অংশ নেন।

এর আগে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা উড়ানো এবং ফেস্টুন ও বেলুন উড়িয়ে উদ্বোধন ঘোষনা করেন সমাজ কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন। এছাড়া জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, আয়োজক কমিটির আহবায়ক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. পারভীন আহমেদসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও সরকারী কর্মকর্তারা উপস্থিত।

আগত নবীন প্রবীন শিক্ষার্থীরা অনেকদিন পর অনুষ্ঠানে আসতে পেরে অনেক খুশি হয়েছেন। তারা আনন্দ উল্লাসে মেতে উঠেন। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯১৮ সালে শহরের প্রান কেন্দ্রে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত