কচুয়া উপজেলার সকল ঈদ বাজার বন্ধ ঘোষনা

কচুয়া প্রতিনিধি

আপডেট : ০১:৫৮ পিএম, সোমবার, ১৮ মে ২০২০ | ৭০৯

সামাজিক দুরত্ব না মানায় করোনা সংক্রমণ রোধে কচুয়া উপজেলার সকল ঈদ বাজার বন্ধ ঘোষনা করা হয়েছে। সোমবার সকালে করোনা প্রতিরোধ কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

ঈদকে সামনে রেখে উপজেলার প্রতিটি হাট-বাজারের কাপড়ের দোকান, টেইলার্স, জুতা, কসমেটিকস, গার্মেন্ট এর দোকানে ভীর বৃদ্ধি পায়। যার ফলে উপজেলায় সংক্রমণ আতংক ছড়িয়ে পড়ে। এছাড়া ওই দোকান গুলোতে সরকারী দেয়া স্বাস্থ্যবিধি মানা হয়নি।

উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, স্বাস্থ্যবিধি না মানায়,করোনা সংক্রমণ রোধে করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অনির্দিষ্ঠকালের জন্য ঈদ বাজার বন্ধ রাখার ঘোষনা দেয়া হয়েছে।

আগামী ঈদকে সামনে রেখে কচুয়া উপজেলার প্রতিটি হাট-বাজারে নারী,পুরুষ, শিশু ও বৃদ্ধদের কেনা কাটা বেড়ে যাওয়ায় সংক্রমণ ঝুকিতে পড়ে উপজেলার মানুষ। আর এ সংক্রমণ ঝুকি থেকে এলাকার মানুষকে রক্ষায় এ ব্যবস্থা নিয়েছেন উপজেলা প্রশাসন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত