প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আপডেট : ০২:২৪ পিএম, সোমবার, ১৮ মে ২০২০ | ৯৬৪

সম্প্রতি দৈনিক পত্রিকা, অনলাইন পোর্টাল এবং সোস্যাল মিডিয়ায় মোড়েলগঞ্জে করোনার মধ্যে জমি দখল ও গাছ কর্তনের অভিযোগ শিরোনামে প্রকাশিত সংবাদটিতে আমার দৃষ্ঠি গোচর হয়েছে। আমার বিরুদ্ধে একটি কুচক্রি মহল আমার মান সম্মান ক্ষুন্ন করা লক্ষে সাংবাদিক দের ভুল তথ্য দিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে। আমি উক্ত সংবাদের তীব্র প্রতি বাদ করছি।

প্রকৃত ঘটনা হলো: বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার ৮৪ নং কিসমত জামুয়া মৌজার সিএস ৮৪ও ৮৫ নং খতিয়ানের এসএ ৭৩ নং খতিয়ানের ৫ একর ৫০ শতক জমির মধ্যে নসের উদ্দির চার আনা অংশের ১ একর সাড়ে ৩৭ শতক জমির মালিক। সে মৃতুবরন করিলে তার ১ পুত্র ৪ কন্য এর মধ্যে রবেজান, সোমার্তবান, আলিমোন ও ময়ফুল বিবি তাদের অংশে ৬১ শতক প্রাপ্ত হয়ে তারা এর মধ্যে থেকে ২২ শতক জমি আমার পিতা মোঃ আলী খান এর নিকট ৫/৩/১৯৭০ সালে ২৭৩০ নং সাব কবলা দলিলে বিক্রয় করেন। পরবর্তীতে ময়ফলু বাদে ৩ কন্যা একত্রে খান রুস্তুম আলী ও এসাহাক খানের নিকট ১২ /০২/২০০৫ সালে ৩৯ শতক জমি সাব কবলা দিয়ে দখল বুঝায়ে দেন। সে মোতাবেক এস এ খতিয়ান ৭৩ বর্তমান বিআর এস ২৭৮ খতিয়ানে রেকর্ড হয়। এর মধ্যে থেকে ১৭ শতক এবং এস এ ২৪৫ ও বিআর এস ৩৮৮ খতিয়ানে ৪৮ শতক আমাদের নামে রের্কড হয়। সেমতে আমরা শান্তি পূর্নভাবে ভোগ দখল করে আসছি। অন্য পক্ষ অযথা বিভিন্ন ভাবে মালি মোকর্দ্দমা পায়তার সহ আমাকে হয়রানীর চেষ্টা করছে।


খান রুস্তুম আলী
ইউপি সদস্য ৮ নং ওয়ার্ড
৯নং বলইবুনিয়া ইউপি, মোড়েলগঞ্জ বাগেরহাট।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত