চিতলমারীতে ৫ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নিয়েছে উপজেলা প্রশাসন

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ১১:১২ এএম, বুধবার, ২০ মে ২০২০ | ৬৩৬

চিতলমারীতে ৫ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নিয়েছে উপজেলা প্রশাসন। আজ ভোর রাতে তাদের উপজেলার ৭০ টি আশ্রয়কেন্দে রাখা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে শুকনা খাবার ও শিশু খাবার।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোর পর্যন্ত ৫ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। সেই সাথে মুড়ি, চিড়া, গুড় বিশুদ্ধ পানি এবং শিশুদের জন্য কলা, মাল্টা ও কেক মজুদ রাখা হয়েছে। এছাড়া যেখানে বিদ্যুৎ নেই সেখানে জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত চিতলমারীতে থেকে থেকে দমকা হাওয়া ও বৃষ্টি হচ্ছিল।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত