ধেয়ে আসছে ‘আম্পান’ পিরোজপুরে চলছে ১০নং মহাবিপদ সংকেত

পিরোজপুর প্রতিনিধি

আপডেট : ০৩:২৩ পিএম, বুধবার, ২০ মে ২০২০ | ৪২১

সুপার সাইকোন ‘আম্পান’ এর কারনে আজ (বুধবার) সকাল ৬ টা থেকে পিরোজপুর সহ উপকুলীয় এলাকায় ১০নং মহাবিপদ সংকেত দেখানোর পর সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে আতংক। গত মাঝরাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং আজ (বুধবার) সকাল থেকে শুরু হয়েছে ঝড়ো বাতাস। ইতোমধ্যেই জেলার ৫৫৭টি আশ্রয় কেন্দ্রে ৬০ হাজারের বেশী মানুষ আশ্রয় নিয়েছে বলে বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানিয়েছেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু আলী মো. সাজ্জাদ হোসেন ।

পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু আলী মো. সাজ্জাদ হোসেন বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, জেলার ৭ উপজেলায় ৫৫৭টি আশ্রয় কেন্দ্র্র প্রস্তুত রাখা হয়েছে। এ সব আশ্রয় কেন্দ্রগুলো থাকার জন্য উপযুক্ত করা হয়েছে। সেখানে যথাযথভাবে বিদ্যুৎ সংযোগ, পানির ব্যবস্থা ও পয়ঃ নিষ্কাসনসহ আশ্রয় কেন্দ্রে থাকাদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। নদী তীরবর্তী এলাকা ও চর এলাকায় মাইকিং করে জনগণকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে।

এছাড়াও করোনা ভাইরাস প্রতিরোধের জন্য আশ্রয় কেন্দ্রে আসা সকলকে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসুচি (সিপিসি),স্কাউট, রেড ক্রিসেন্ট সোসাইটি মিলিয়ে প্রায় ১৭৫০ জন স্বেচ্ছাসেবকদের প্রস্তুত রাখা হয়েছে। পর্যাপ্ত শুকনা খাবার সহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত