চিতলমারীতে পরীক্ষার জন্য ৩৮ জনের নমুনা সংগ্রহ

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ০৮:২৭ পিএম, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০ | ৭২৮

চিতলমারীতে ঢাকা ফেরত দুই যুবকের শরীরে করোনা শনাক্তর ঘটনায় তাদের পরিবারের সদস্যসহ মোট ৩৮ জনের নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। নালুয়া এলাকার করোনা আক্রান্ত হাবিবুর রহমান মোল্লা ও চর-কচুরিয়া এলাকার শফিকুল হাওলাদারের পরিবারের মোট ৩৭ সদস্যসহ শিবপুর এলাকার এক পুলিশ সদস্যরের নমুনা সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান মিলন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান মিলন বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, গত সোমবার রাতে ঢাকা ফেরত ওই দুই যুবকের করোনা আক্রান্ত সংবাদ পেয়ে চর-কচুরিয়ার শফিকুল হাওলাদার (৩০) ও নালুয়া এলাকার হাবিবুর রহমান মোল্লা (৩৫) নামের ওই দুই যুবকের বাড়িতে গিয়ে তাদের আইসোলেশনের থাকার নির্দেশ দিয়ে ১৩ পরিবারকে লকডাউন ঘোষণা করা হয়েছে। সেই সাথে পরীক্ষার জন্য ৩ জুন (বুধবার) তাদের দুই পরিবারের ৩৭ সদস্যসহ মোট ৩৮ জনের নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত