রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজনসহ ৪ করোনা রোগী শনাক্ত

রামপাল প্রতিনিধি

আপডেট : ০৭:৪১ পিএম, রোববার, ২১ জুন ২০২০ | ১৮১৩

প্রতিকী ছবি

রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফ্রন্ট লাইনে থেকে করোনা উপসর্গ পাওয়া ব্যক্তিদের নমুনা সংগ্রহকারীসহ হাসপাতালের ৩ জন স্টাফ ও বেসরকারি একটি প্রতিষ্ঠানের চিকিৎসক করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আক্রান্তদের পরিবারসহ সকলকে হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে।

আক্রান্তরা হলেন, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের স্টোর কিপার মোঃ ইসমাইল হোসেন, ল্যাব টেকনিশিয়ান শরীফুল ইসলাম, ড্রাইভার শফিকুল ইসলাম ও ঝনঝনিয়া সিকির আবু ওবায়দা পলাশ।

রামপাল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের পঃ পঃ কর্মকর্তা সুকান্ত কুমার পাল বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, শনিবার রাতে আক্রান্তদের তথ্য পাওয়া গেছে। এ নিয়ে রামপালে মোট ১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সুমাইয়া বেগম নামের প্রথম করোনা রোগী করোনা মুক্ত হয়েছেন। তিনি সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত