পাসপোর্ট সেবার মান উন্নয়নের লক্ষ্যে

বাগেরহাটে গণশুনানি 

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৪:৫৬ পিএম, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭ | ১২০৪

গণশুনানি 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) বাগেরহাটের উদ্যোগে পাসপোর্ট সেবার মান উন্নয়নের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের খারদ্বার এলাকায় অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিস প্রাঙ্গনে পাসপোর্ট সেবাগ্রহীতাদের নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়। সনাকের এ্যাডভোকেট মো: শাহ্ আলম টুকুর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সনাক সভাপতি এ্যাডভোকেট রাম কৃষ্ণ বসু। এসময় অন্যান্যদের মধ্য বক্তব্য দেন, দুর্নীতি প্রতিরোধ কমিটি বাগেরহাট জেলা শাখার সভাপতি অধ্যাপক মোজাফফর হোসেন, এ্যাডভোকেট আলী আহম্মেদ খোকন, সনাক সদস্য শিল্পী সমাদ্দার, এ্যাডভোকেট লুনা সিদ্দিকী, সাংবাদিক মো: কামরুজ্জামান, ইয়েস সদস্য কাজী মিজানুর রহমান, স্বজন সদস্য মো: কামাল উদ্দিন, মো: ফারুক, শান্তা, মনি শংকর, মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ খাঁ, পাসপোর্ট অফিসের আইটি বিশেষজ্ঞ মো: রেজাউল ইসলাম প্রমুখ। বক্তাগণ বলেন, আমাদের দেশের প্রায় সকল সেক্টরে কম বেশী অনিয়ম, দুর্নীতি রয়েছে। তবে নিজেরা সচেতন হলে এবং কোথায়, কার কাছে, কোন সেবা পাওয়া যাবে সে বিষয় সম্পর্কে ধারণা থাকলে অনিয়মের শিকার হওয়ার হার কমে যাবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত