শরখোলায় আরো পাঁচ জনের করোনা শনাক্ত

মহিদুল ইসলাম, শরণখোলা

আপডেট : ০৪:২৬ পিএম, বুধবার, ২৪ জুন ২০২০ | ৮৫০

ফাইল ফটো

শরণখোলায় আরো পাঁচ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে শরণখোলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ২১ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন সাত জন। বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য জানা গেছে।


নতুন আক্রান্তরা হলেন শরণখোলা হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. এসএম ফয়সাল আহম্মেদের বাবা মহিউদ্দিন উদ্দিন আহম্মেদ (৬১), তার মা নাজমিন আহম্মেদ (৪২), বোন মৌসান নাজনিন (২২), তাফালবাড়ি উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সহকারী মল্লিক আরাফাত (৩৩) এবং জনতা ব্যাংকের শরণখোলা শাখার সাবেক ব্যবস্থাপক দেবাশীষ মিস্ত্রী (৩৫)।

শরণখোলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিন বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, গত সোমবার (২২জুন) শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১১ জনের নমুনা সংগ্রহ করে খুলনা মেডিক্যালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। সেখান থেকে পাঁচ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। আক্রান্তরা তাদের নিজ নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।


আক্রান্তদের সংস্পর্শে যারা ছিলেন তাদেরও নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে বলে স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত