মোল্লাহাটে অবঃ সেনা সদস্য মুক্তিযোদ্ধাকে বাড়ি নির্মান করে দিয়েছে সেনা বাহিনী

মোল্লাহাট প্রতিনিধি

আপডেট : ১০:১৪ পিএম, রোববার, ২৮ জুন ২০২০ | ৭৩০

বাগেরহাটের মোল্লাহাটে অবঃ এক সেনা সদস্য মুক্তিযোদ্ধাকে বাসস্থান নির্মান করে দেওয়া হয়েছে। সেনা বাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ এর উদ্যোগে সেনাবাহিনীর নিজস্ব তহবিল থেকে অস্বচ্ছল ঐ সেনা সদস্যকে বাসস্থান তৈরী করে দেওয়া হয়। মোল্লাহাট উপজেলার কাহালপুর গ্রামের রবিবার সকালে শুক্কুর আহম্মদকে ঘরের চাবি হস্তান্তর করেন যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের কর্নেল আনারুল ইসলাম।

৬ কাটা জমির উপর পাকা ওয়ালের টিনসেট দিয়ে ২টি রুম একটি বারান্দা ও একটি বাথরুম এবং টিউবয়েল রয়েছে। ঘর পেয়ে খুশি অবঃ ঐ সেনা সদস্য। অবঃ অসচ্ছল সেনা সদস্য মুক্তিযোদ্ধাদের সেনাবাহিনীর পক্ষ থেকে বাসস্থান নির্মান করে দেওয়া হচ্ছে।তারই ধারাবাহিকতায় মোল্লাহাট, চিতলমারী, বাগেরহাট সদর উপজেলা সহ এমন ৫ জন অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের কর্নেল আনারুল ইসলাম, লে: কর্ণেল ইসলাম হোসেন, মেজর রাজীব জাহান প্রমূখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত