রামপালের গ্রাম আদালতের কার্যক্রমের সুফল মিলেছে

রামপাল প্রতিনিধি

আপডেট : ০৫:৫৭ পিএম, শুক্রবার, ২৪ জুলাই ২০২০ | ১২২৪

রামপালে গ্রাম আদালতের মাধ্যমে সঠিক বিচার পাওয়ায় দিন দিন জনপ্রিয়তা বাড়ছে। জানা গেছে, ২০১৭ সালে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের কাজ শুরু করে।

দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম শুরুর পর গত জুন ২০২০ পর্যন্ত রামপাল উপজেলার ইউনিয়নে গ্রাম আদালতে ১১৬৪ টি মামলা গ্রহণ করা হয়েছে। যার মধ্যে উচ্চ আদালত থেকে পাঠানো হয়েছে ২১ টি মামলার নথি। এছাড়াও ১১৩৪ মামলা গ্রাম আদালতের মামলা বিভিন্ন নিয়মে নিষ্পত্তি করা হয়েছে। চলমান ৩০ টি মামলা। নিষ্পত্তিকৃত মামলার মধ্যে থেকে ৮৬৬ টি মামলা বাস্তবায়ন হয়েছে। বাস্তবায়নকৃত মামলা থেকে মোট আদায় করা হয়েছে ৬০ লক্ষ ৪৪ হাজার ২৯ টাকা আদায় করা হয়েছে। সচেতনতামূলক হিসাবে ৩৫১১টি উঠান সভা, ৩০ টি শেয়ারিং মিটিং, ২০ টি যুব কর্মশালা, ১৬৯ টি স্টল, ২৬৫৮ টি কাউন্সেলিং, ৩৬ টি আইন সহায়তা কমিটির মিটিং সম্পন্ন হয়েছে।

এছাড়া উপজেলা পর্যায়ে জিও- এনজিও কর্মশালা, ইউপি সদস্যদের গ্রাম আদালত আইন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা এবং তিনটি ডাব্লিউডিএফ কর্মশালা বাস্তবায়ন করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত