মোরেলগঞ্জে আওয়ামী মৎস্যজীবী লীগের ১৫ আগষ্ট পালনের প্রস্তুতিমূলক সভা 

স্টাফ রিপোর্টার :

আপডেট : ০৬:১০ পিএম, শুক্রবার, ৭ আগস্ট ২০২০ | ৮১৮

বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার সকাল ১১টায় বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুস সবুর, সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম সিকদার, বাগেরহাট সদর উপজেলা সভাপতি মো. জাকির হোসেন, সমাজ সেবক আব্দুল গফফার হাওলাদার।


উপজেলা সভাপতি মো. মুনসুর আলী শেখের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. আল আমিন শেখ, পৌর সভাপতি মো. মনিরুজ্জামান মল্লিক, সাধারণ সম্পাদক কাজী নাসির উদ্দিন প্রমুখ।


এ সময় উপজেলার ইউনিয়ন ও পৌর ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদক সহ মৎস্যজীবী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি প্রাণঘাতি করোনা পরিস্থিতিতে যথাযোগ্য মর্যাদায় স্বল্প পরিসরে স্বাস্থ্যবিধি মেনে ইউনিয়ন ও পৌর ওয়ার্ডে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন করার জন্য আহবান করা হয়েছে। এ সময় মোরেলগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের ওয়ার্ড কমিটি জেলা সভাপতিকে হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত